বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সিংড়া থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার- ২ বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ৪ হেভিওয়েট প্রার্থী।  লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের গণসংযোগ  ট্রাক ড্রাইভারকে খুন করে রড ছিনতাইয়ের ঘটনায়  আটক-৪

বালুখালী ডজন মামলার আসামি নুরুল আজাদ আসিফ প্রকাশ আসিক্কার নেতৃত্বে স্বর্ণ ছিনতাই

উখিয়া প্রতিনিধি তারেকুল রহমান
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

গত২৬/২/২০২৩ইং তারিখে বিকাল ২ঘটিকার সময় ইয়াবা ব্যবসায়ী আসিকের নেতৃত্বে আট দশ জন বখাটে ছেলে রোহিঙ্গা স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে ২০ ভরি স্বর্ণ গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী ব্রিজ সংলগ্ন ফ্রেন্ডশীপ হাসপাতালের রোড় থেকে ছিনতাই করে বক্তব্যপ্রদাণকারীর মধ্যে রয়েছেন, কার ওয়াশ মালিক জসিম উদ্দিন তিনি বলেন আমি আমার বাসা থেকে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলাম হঠাৎ মেইন রোডে রাস্তায় উঠার আগে যানজট দেখে থামলাম, তখন দেখলাম আসিক্কার নেতৃত্বে কিছু এলাকার বখাটে ছেলে রোহিঙ্গার স্বর্ণ ব্যবসায়ীর থেকে স্বর্ণ ছিনতাই করে চলে যাচ্ছে ,তখন রোহিঙ্গা স্বর্ণ ব্যবসায়ীরা কান্নাকাটি করলে আমি জিজ্ঞেস করি তখন বলে ঐ ছেলেটা, আসিফ প্রকাশ আসিক্কার স্বর্ণ ছিনতায়ের ঘটনা উপস্থাপন করে এই ব্যাপারে এলাকার সচেতন মহল আসিক্কার এই ঘটনাকে নিন্দনীয় আসিক স্বর্ণগুলো নিয়ে তার ছিনতাইয়ের মোটরসাইকেল চালিয়ে তার নিজ গন্তব্যে চলে যায়, তখন আমি জানতে চাইলে রোহিঙ্গা স্বর্ণ ব্যবসায়ী গুলো জানাই আমাদের কাছে বিশ ভরি স্বর্ণ ছিল আসিফ আমাদের মারধর করে ইয়াবা দিয়ে চালান দিবে বলে বিভিন্ন ভয়ভীত দেখিয়ে আমার কাছে থাকা স্বর্ণ গুলো ছিনিয়ে নেয় , আসিফ এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিধায় এলাকার সাধারণ জনগণ প্রভাব থাকায় সাধারণ মানুষ তার ব্যাপারে মুখ খুলতে ভীতি প্রদর্শন করে আসিক একজন মাদক ব্যবসায়ী তার উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে
নামঃ নুরুল আজাদ আসিফ প্রঃ আশিক্যা
পিতাঃ ছৈয়দ নুর
মাতাঃ মমতাজ বেগম
গ্রামঃ বালুখালী বানুরবাপেরখীল
থানাঃ উখিয়া
জেলাঃ কক্সবাজার
১/ কক্সবাজার উখিয়া থানার মামলা নং ৬৩/৫২৫ তারিখ ২৭/১০/২০২০ সময় ১৬.২০ ঘটিকা ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড১৮৬০ঃএজাহারে অভিযুক্ত

২/উখিয়ার থানার মামলা নং ৫৯/৫২১ তারিখ ২৪ অক্টোবর ২০২০ সময় ০০.১৫ ঘটিকা ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০;

৩/ উখিয়া থানার মামলা নং ৫৪/৫৪ তারিখ ২০/১/২০২১ ইং সময় ১৯.১০ ঘটিকা

৪/ উখিয়া থানার মামলা নং ৩২/৪৪৭ তারিখ ০৮/০৪/২০২২ জি আর নং ৪৪৭ তারিখ ০৮/০৪/২০২২ সময় রাত আনুমানিক ০২.৩০ ধারা ১৪৩/১৮৬/১৫৩/২২৪/৩৩২/৩৩৩/৩০৭ পেনাল কোড ১৮৬০

০৫/ উখিয়া থানার মামলা নং ১২৩/৫৩৮ তারিখ ২৪/৫/২০২২ইং জি আর নং ৫৩৮ সময় ১৬.৩৫ ঘটিকা
ধারা ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮

০৬/ উখিয়া থানার মামলা নং ৩২/৪৪৭ তারিখ ০৮/০৪/২০২২ ইং সময় ০০.০৫ ধারা ১৪৩/১৮৬/১৫৩/২২৪/৩৩২/৩৩৩/৩০৭ পেনাল ১৮৬০ তদন্তে সন্দিগ্ধ

০৭/ উখিয়া থানার মামলা নং ১৪/১৪৯ তারিখ ০৩/০২/২০২২ জি আর নং ১৪৯ ধারা ১৪৩/১৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০

০৮/ উখিয়া থানার মামলা নং ৫৪/৫৪ তারিখ ২০/১ ২০২১ সময় ০০.১৫ ঘটিকা ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ পেনাল কোড ১৮৬০ এজাহারে অভিযুক্ত

০৯/ উখিয়া থানার মামলা নং ২৩/৪২২ তারিখ ১২/০৯/২০২০ সময় ০০.২০ ঘটিকা ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩২৫/৩০৭/৩৮০/৪২৭/৫০৬

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..