বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে-উপদেষ্টা আসিফ মাহমুদ ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ভোলায় একাধিক মামলার আসামি মহসিন আটক বিএনপি’র সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শুভ উদ্বোধন করেন পাটকেলঘাটা কাঁচামালের আড়ৎ রায়েন্দা ফেরিঘাটের কাজের মান নিয়ে অভিযোগ এলাকাবাসীর। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারে মিস্ত্রি থেকে পীর কাজী জাবের আল জাহাঙ্গীর, জানালেন গ্রামবাসী   আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে- হাফিজ ইব্রাহিম  সিলেট সুরমা নদীতে প্রতিমা বিসর্জন কলমাকান্দায় সেতুর সংযোগ সড়কের নিচে মাটি ধস, বড় দুর্ঘটনার শঙ্কা

খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভ।

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি খুলনা:
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন -২০২৩ উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ  ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। “এ” প্লাস ক্যাম্পেইন সম্পর্কে বিশরদ জানান মেডিকেল অফিসার ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, গর্ভবতী মায়েদের সম্পর্কে বক্তৃতা করেন জুনিয়র কনসালট্যান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার, আইনশৃঙ্খলা নিয়ে বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।
এসময়ে স্বাস্থ্য পরিদর্শক মোঃ নূর আলী মোড়লের সঞ্চালনায় বক্তৃতা করেন পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, এমটিইপিআই সাহানারা পারভীন, এএইচআই রুহুল কুদ্দুস, এফপিআই রাজিব কুমার গাঙ্গুলী। এছাড়া পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মানিক পাল, স্বাস্থ্য পরিদর্শক, ১০টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক/পরিদর্শিকা উপস্থিত ছিলেন।
উপজেলা অবহিতকরণ  ও পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী ইপিআই কেন্দ্রসমূহে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পালিত হবে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৪৪৫৭ জন। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী মোট ২৫৭২ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল  এবং ১২মাস থেকে  ৪৯ মাস বয়সী মোট ২১৮৮৫ জন  শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। মোট কেন্দ্র সংখ্যা ২৪১ টি।
মোট স্বেচ্ছাসেবিকার সংখ্যা ৪৮২ জন। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে এবং কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ করার স্বার্থে ইপিআই কেন্দ্রসমূহে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে অনুরোধ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার।
সঠিক নিয়মে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি পুষ্টি বিষয়ক স্বাস্থ্য বার্তা সমূহ জোর দিয়ে প্রচার করতে বলেন। একইসাথে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। ক্যাম্পেইন টি বাস্তবায়ন করেছেন জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..