রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে নড়াইলে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

দুই সপ্তাহের মধ্যে বাকী শিক্ষার্থীরা পাবে সরকারি বই।

মোঃআসিফুল ইসলাম সানি,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আগামাী দুই সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীরা পাবে বিনামূল্যের বই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন বিজ্ঞান ও প্রযুক্তির বাস্তব প্রয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের এগিয়ে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী আজ রবিবার কক্সবাজারে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)র কেমিকৌশল (সিএইচই) বিভাগের আয়োজনে ‘ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (এনএএমই-২০২৩)’ শীর্ষক দুইদিনের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশ এখন বিশ্বে মানবিক বাংলদেশ হিসেবে সমাদৃত, সেই মানবিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই সেটি সম্ভব।
দুপুরে স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টাডাহিরো কামেডা, কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান ড. জাভেদ হোসেন খান বক্তব্য রাখেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাতসহ দেশ-বিদেশের প্রায় ২৫০ জন শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে তারা ‘অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ফর এনার্জি, ফুড সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, ন্যানো ইলেকট্রনিক্স অ্যান্ড ফটোনিকস, ন্যানো-টেকনোলজি অ্যানেঁমাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স, বা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেডিকেল ডিভাইসসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৫২টি প্রবন্ধ ও পোস্টার উপস্থাপন করেন।
পরে সেরা প্রবন্ধ ও পোস্টার উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাসমমঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন শিক্ষামন্ত্রী।
সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বছরের প্রথম দিনে শতকরা আশি ভাগ নতুন বই দেয়া সম্ভব হয়েছে। বাকি বইগুলো আগামী দুইসপ্তাহের মধ্যে বিতরণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..