শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলায় ঠিকাদার মিন্টু গ্রেফতার বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর করা হয়েছে। নেত্রকোণায় মামার হামলায় ভাগ্নে বউ নিহত নাশকতার মামলায় নড়াইলের সাবেক পৌর মেয়র আনজুমান আরা ও যুবলীগের সাধারণ সম্পাদক খোকন শাহ জেল হাজতে বিসিআইসি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত। দেশে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিলে গণতন্ত্রের কবর রচনা হবে – তারেক জিয়া ৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৭০ ফিলিস্তিনি নিহত আন্দোলনে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ শরণখোলায় নিজের পাতা কারেন্টের ফাঁদে জড়িয়ে নিজের মৃত্যু। লোহাগড়ায় পৌর যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নড়াইলের লোহাগড়ায় একজন কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত কৃষক মোক্তার মীর (৪৬) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত সৈয়দ জাফর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মোক্তার মীরের সাথে একই গ্রামের প্রতিবেশী মিজানুর শিকদারের মধ্যে দিনমজুর দেওয়াকে কেন্দ্র করে শনিবার বিকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যার দিকে মিজানুর শিকদার, ইমান সরদার, আফজাল, নূর আলম, মনামিয়া, মোমতাজ বেগম, নাসিমা বেগমসহ ৮/১০ জন লাঠিসোটা নিয়ে মোক্তার মীরের বাড়ীর পাশে রাস্তার ওপর ঘিরে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় ঠেকাতে গিয়ে মোক্তারের ছেলে ইসমাইল মীর (২০) আহত হয় ।
রাতেই গুরুতর আহত মোক্তারকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..