শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরা কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলা। চবিতে চলছে হল সিলগালা। নড়াইলে পুকুরে গোসল করতে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু  নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭   সিংড়ায় মাসব্যাপী চলনবিল বৃক্ষরোপণ উৎসবে বিনামূল্যে গাছের চারা বিতরণ পুরাতন সাতক্ষীরায় জমিজমা বিরোধে ৪জনকে পিটিয়ে আহত কোটা সংস্কারের দাবিতে বঙ্গভবনের স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা যারা না জেনে সমালোচনা করেন, তারা মানসিক রোগী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু গৃহকর্মীকে  নির্যাতনের ঘটনায় দম্পতি গ্রেফতার। সাভারে চুরির অপবাদ দিয়ে শিশু গৃহকর্মীকে নির্যাতন, জিজ্ঞাসাবাদের জন্য আটক দুই

সাতক্ষীরায় পিস্তালসহ নারী গ্রেপ্তার

হাবিবুর রহমান পলাশ, সাতক্ষীরা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

সাতক্ষীরা সদরের আবাদের
হাটখোলা এলাকা থেকে একটি পিস্তলসহ ফরিদা খাতুন নামের এক নারীকে
গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোর সাড়ে তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদা খাতুন (৪২) সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাটের ফজর
আলী মিস্ত্রীর মেয়ে।
স্থানীয় অধিবাসি আফজাল হোসেন জানান, স্বামী পরিত্যক্তা ফরিদা তার ছেলে
ফারুক হোসেনকে নিয়ে আবাদের হাটখোলায় ভাই মুনসুরের হোটেলে কাজ করে জীবিকা
নির্বাহ করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামী লেিগর কর্মী জানান, ফরিদার
আরেক ভাই বাঘা মোস্তফা ২০১৪ সাল পর্যন্ত জামায়াতের রাজনীতির সাথে জড়িত
ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে তিনি ঢাকার একটি
পোশাক কারখানায় কর্মরত রয়েছেন।

উপপরিদর্শক আরিফ হোসেন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ফরিদা
খাতুন জানান যে, তার ঘর থেকে উদ্ধার হওয়া পিস্তল তার ভাই বাঘা মোস্তফা
বছরখানেক আগে তার খাটের নীচে মাটির মধ্যে পলিথিন মুড়িয়ে রেখে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কবীর জানান,
বসতঘরের খাটের নীচে মাটিতে অস্ত্র পুতে রাখা আছে, এমন খবরের ভিত্তিতে
সোমবার ভোর তিনটার দিকে উপপরিদর্শক আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ আবাদের
হাটখোলায় ফজর আলী মিস্ত্রীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরিদা খাতুনের
ঘরের খাটের নীচে মাটির মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার করা হয় ফরিদাকে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, অস্ত্রসহ ফরিদা খাতুনকে
গ্রেপ্তারের ঘটনায় উপপরিদর্শক আরিফ হোসেন বাদি হয়ে সোমবার অস্ত্র আইনে
মামলা দায়ের করবেন। ফরিদাকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..