বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ  উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন   যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে, মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার করা হবে. রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত, বগুড়ায় হিরো আলমকে কান ধরিয়ে ওঠবস করানোর ও মারধর করার অভিযোগ  পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের পুলিশ সুপার তৌহিদুল আরিফ

জয়পুরহাট ভেজাল আয়ুর্বেদী ঔষধ তৈরির দায়ে তিনজনের কারাদণ্ড

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

জয়পুরহাটের আক্কেলপুরে র‍্যাব-৫ ক্যাম্পের অভিযানে যৌন উত্তেজক ভেজাল আয়ুর্বেদী ঔষধ তৈরির সময় তিনজন কে হাতেনাতে আটক করেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকেই ১৫ দিন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামে র‍্যাব-৫ জয়পুুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে যৌন উত্তেজক ভেজাল ঔষধ তৈরির আলামতসহ তিনজন কে হাতেনাতে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমের তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামের কলিম উদ্দীনের ছেলে রেজাউল করিম, তার ভাই জিল্লুর রহমান এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন।

জয়পুুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের ইসমাইলপুর মুন্সিপাড়া গ্রামে একটি বাড়িতে যৌন উত্তেজক ভেজাল ঔষধ তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানা, কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে ৬ শত টি যৌন উত্তেজক সিরাপের বোতল (৬ শত লিটার), ১২ শত লিটার যৌন উত্তেজক খোলা তরল পানীয়,৫ শত ৫০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট,১ হাজার টি ভারতীয় বিভিন্ন ঔষধ কোম্পানীর লেভেল এবং আরও ১ শত ৫০ টি ভারতীয় ঔষধ কোম্পানীর লেভেল, অনুমোদনহীন ২ শত টি খালি বোতলে অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ ঔষধ উৎপাদন করার সময় তাদের হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককের পর জয়পুুরহাট র‍্যাবের সহযোগীতায় আক্কেলপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যৌন উত্তেজক ভেজাল আয়ুর্বেদী ঔষধ তৈরির দায়ে তিনজন কে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি হক। এমনকি জব্দকৃত সকল ভেজাল ঔষধ ও আলামত গুলো ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামীদের জয়পুুরহাট জেলা কারাগারে পাঠানো হয়

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..