শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

লোহাগড়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন।

স্টাফ রিপোর্টারঃনড়াইলঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান, ১১৮ জন সাধারণ সদস্য ও ৩৬ জন সংরক্ষিত নারী সদস্য শপথ গ্রহণ করেন।

নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার গবির্ত পিতা গোলাম মোর্তুজা স্বপন, জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মো. জসিম উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতিসহ প্রমুখ।

এ দিকে, এর আগে একই দিন দুপুরে উপজেলার মল্লিকপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান শহিদুর রহমান সাহিদ ও লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল হোসেন একটি হত্যা মামলায় জেল হাজতে থাকায় তাদের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় নির্বাহী অফিসার রোসলিনা পারভীন উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..