বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না নড়াইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ মদনে শিক্ষক এর বিরুদ্ধে মানববন্ধন

খুলনায় শুরু হলো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গ্রীন ভয়েস স্কুল কার্যক্রম ”সবুজ পাঠশালা”

মোঃতরিকুল ইসলাম (রাতুল)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

গ্রীন ভয়েস এর অংগ সংগঠন নীল কন্ঠ কর্তৃক আয়োজিত সবুজ পাঠাশালা সারা বাংলাদেশে স্কুল কার্যক্রম শুরু করেছে তারই ধারাবাহিকতায় আজ খুলনায় শুরু হলো সবুজ পাঠশালার কার্যক্রম। খুলনা জেলার সবুজ পাঠশালার দায়িত্ব নিয়েছেন
Samiha Jarin Supti ‘ সুপ্তির সাথে কথা বললে সংগ্রাম প্রতিদিন কে এভাবেই তার মনের কথা গুলো তুলে ধরেছেন।

তাদের জীবনটা হয় ছন্নছাড়া ,
শিক্ষার পরিবেশ কখনো পায় না তারা ।
ভাগ্যের নির্মম পরিহাসে —
চলছে পথ শিশুর জীবনের চাকা
দিনে দিনে বেড়েই চলেছে
পথশিশুর শাখা – প্রশাখা ।
ভাগ্য দেবীর সাথে তাদের
কখনো হয় নাতো দেখা —- ।

এসব সুবিধাবঞ্চিত শিশুদের একটু ভালো থাকায় আমার জীবনের লক্ষ্য হিসাবে গ্রহন করলাম।একটু সময় ওদের সাথে থেকে মনে হলো আমি যেন স্বর্গীয় সুখ পেয়েছি।মাঝে মাঝে স্তব্ধ হয়ে ওদের হাসি,আনন্দ দেখেছি।নিজের অজান্তেই ওদের হাসিতে হেসে ফেলেছি।একটু আগেও জ্বরে মাথা তুলতে পারছিলাম না।কিন্তু ঠিক যখন একগাল হাসি নিয়ে একজন শিশু এসে আমাকে বললো,”ম্যাডাম পড়াবে না।কবিতা শিখায় দাও না।”আমার সমস্ত অসুস্থতা ক্লান্তি কেটে গেল ওদের আগ্রহ দেখে। Green Voice এর কাছে কৃতজ্ঞতা আমার পাশে থাকবার জন্য। Alamgir Kabir ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞতা আমাকে সাহায্য করবার জন্য। Hafsa Tasnim খালামনি সবসময় আমার পাশে থেকে সাহায্য করছো।তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা। সবমূহূর্তে সব পরিস্থিতিতে পাশে থাকবার জন্য। Ankhee Siddika মামনি তুমি স্বপ্ন দেখতে পথশিশুদের নিয়ে কাজ করবার জন্য। আমাদের মাঝে সেই স্বপ্নের বীজ গেঁথে দিয়েছিলে।আজ তারই ফল এই সবুজ পাঠশালা।
গ্রীন ভয়েস পরিবারের সকল কে অনেক অনেক ধন্যবাদ আমার স্বপ্নপূরণে সাহায্য করবার জন্য।

#জয়তু Green Voice
#জয়তু নীলকন্ঠ (গ্রীন ভয়েস এর শিক্ষামূলক গ্রুপ)
#জয়তু সবুজ পাঠশালা

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..