কক্সবাজারের টেকনাফ সীমান্তের দমদমিয়া বিজিবির চেকপোস্টে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন- মো. লেবু মিয়া (২৫) ও মো. ইসমাইল হোসেন (৩৪)। তাদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী থানার সরলা গ্রামে।টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দমদমিয়া চেকপোস্টে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশি পরিচালনা করছিল। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছলে সন্দেহ হলে তল্লাশির জন্য থামানো হয়।
পরে ডগ ব্রাভো ও হ্যান্ডেলাররা তল্লাশি করে। এ সময় ডগ ব্রাভো ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ করে।পরে ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টার খুলে ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দ ইয়াবার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮০ লাখ টাকা বলে জানান ফয়সাল হাসান।ট্রাকের মালিক মো. হাফিজুর রহমানকে পলাতক দেখিয়ে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।