রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন , ই-পেপার

ঝিনাইদা অস্ত্র ও গুলি সহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে অস্ত্র ও বুলেটসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-৬। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে উপজেলার দখলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আজ বুধবার দুপুরে আটককৃতদের হরিনাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা হলো হরিণাকুন্ডু নিবাসী আবুবক্কর ছিদ্দিক (৩৫) এবং সাগর হোসেন (৩০)।

ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দখলপুরে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। এসময় র‍্যাব সদস্যরা দখলপুর গ্রামে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড বুলেট, সন্ত্রাসী কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..