রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন , ই-পেপার

বর্তমান প্রজন্ম ৭১ কে অতিক্রম করে ২৪ এ উপনীত হয়েছে : নাহিদ ইসলাম

বিশেষ প্রতিনিদি
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বর্তমান প্রজন্ম এরইমধ্যে ৭১-কে অতিক্রম করে ২৪ এ উপনীত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে নাহিদ লেখেন, আমরা আগেও বলেছি ২৪ হলো ৭১-এরই ধারাবাহিকতা। ১৯৭১ সালের যে আকাঙ্ক্ষা ছিল সমতা, মর্যাদা ও ন্যায়বিচার- তা নতুন করে নিশ্চিত হয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও গণতান্ত্রিক অভ্যুত্থানের মধ্যদিয়ে।

তিনি বলেন, মুজিববাদ যখন ৭১-কে ভারতীয় ন্যারেটিভে ঢুকিয়ে আমাদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ বিসর্জন দিতে চেয়েছিল, ২৪ তখন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে পুনরুদ্ধার করেছে। এটি ছিল কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ এবং দমন-পীড়নের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ লড়াই–একটি গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই এই লড়াই গড়ে উঠেছিল।

পোস্টে এনসিপির এ নেতা বলেন, ২৪-পরবর্তী সময়ে জন্ম নিয়েছে নতুন রাজনৈতিক বাস্তবতা ও নতুন প্রজন্ম যারা ২৪-এর লড়াইয়ে অংশগ্রহণ করে জয়ী হয়েছে। আমরা ৭১-কে অতিক্রম করে ২৪-এ উপনীত হয়েছি। এখন যারা একাত্তরের পক্ষে বা বিপক্ষে- এই পুরোনো রাজনৈতিক বিভাজন ফিরিয়ে আনতে চাইছে, তারা দেশকে এক অচল ও পুরোনো রাজনৈতিক দ্বন্দ্বে ফের টেনে নিয়ে যেতে চাইছে।

তিনি বলেন, কিন্তু আমরা ২৪ থেকে নতুন সূচনা চেয়েছিলাম একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে, যে সংস্কৃতি এই অভ্যুত্থান থেকে জন্ম নেয়া মূল্যবোধ ও আকাঙ্ক্ষাকে ধারণ করবে।

এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন, এটা মনে রাখা উচিত যে, চব্বিশ কখনই প্রতিশোধের ব্যাপার ছিল না। যারা এটাকে প্রতিশোধের কাজ হিসেবে অস্ত্রশস্ত্র করার চেষ্টা করছে, তারা এর মূল বিষয়টিকে ভুল বুঝেছে।

চব্বিশ হলো- জাতীয় ঐক্য এবং পুনর্মিলনের জন্য একটি জায়গা। এর আত্মা ভবিষ্যৎ গড়ার মধ্যে নিহিত একটি ভবিষ্যৎ- যা অবশ্যই ঐক্যমত্য, সমবেদনা এবং যৌথ দায়িত্বের মাধ্যমে গঠন করা হবে, প্রতিশোধের চক্র দিয়ে নয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..