বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাতিকে হত্যা করে মাটিতে পুতে রাখলো আপন দাদি রাঙ্গাবালী’তে উপযুক্ত জায়গা না থাকায় ঐতিহ্য হারাচ্ছে শতবর্ষী হাট-বাজার ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে সরকার। নামের আগে কারা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে, জানালেন হাইকোর্ট আইন মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা আ. লীগকে আর রাজনীতিতে দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ নেত্রকোণায় পাহারাদারকে হত্যায় যুবদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার-৩ লোহাগড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ২ নেত্রকোণায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, রয়েছে ১৮ মামলা ধর্মপাশায়, ২নং সেলবরষ ইউনিয়নের ৭১৭টি পরিবার ৫৪০ টাকা পাচ্ছে টিসিবির পণ্য

লোহাগড়ায় নাতিকে হত্যা করে মাটিতে পুতে রাখলো আপন দাদি

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় শাহাদাৎ মোল্যা (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় ওই শিশুর দাদি রাবেয়া বেগম (৬০) কে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর শামুকখোলা এলাকা থেকে ঐ শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহাদাৎ মোল্যা উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্র‍থম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎসহ তার মা’কে বিয়ে করেন। জানা যায়, তার দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে শাহাদাৎ ও তার মায়ের সাথে ঝগড়া হয়। বুধবার বিকেলে শাহাদাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়। সন্ধ্যায় হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে ওই গ্রামের এক ব্যক্তি জানায় শাহাদাৎ এর বাড়ির পাশের পুকুর পাড় থেকে শাহাদাৎ ও তার দাদিকে তিনি দেখেছেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে শাহাদাৎ এর মাটিতে পুতে রাখা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগমকে আটক করে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের দাদি রাবেয়া বেগমকে আটক করা হয়েছে। এঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..