শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান জোট সমঝোতায় নড়াইল-২ এর ধানের শীষের কান্ডারী ড. ফরিদুজ্জামান ফরহাদ দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান

লোহাগড়ায় গরু দিয়ে গম খাওয়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ জন

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নড়াইলের লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারি গ্রামে গরু দিয়ে গম খাওয়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন২০ জন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল,খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।
বৃহস্পতিবার ( ৬ মার্চ) সকাল ৮ টার দিকে নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে ওই গ্রামের শরিফুল কাজী সমর্থিত লোকজন একই গ্রামের প্রতিপক্ষ শাহিদ মীনার ক্ষেতের গম গরু দিয়ে খাওয়ায়। এ খবর পেয়ে শাহিদ মীনা সমর্থিত লোকজন ওই ক্ষেতে গিয়ে
শরিফুল কাজীর লোকদেরকে গরু দিয়ে ক্ষেতের গম খাওয়াতে নিষেধ করলে উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষে কমপক্ষে ২০ আহত হয়েছেন। আহতরা হলেন রুবেল মীনা ,হোসেন শেখ, সাইফুল শেখ, আশকার মীনা , মনিরুল শেখ ,শাহাবুল শেখ,পান্নু শেখ,শাহিদ মীনা,
মিজানুর মীনা ও সাগর কাজী। আহতদেরকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরবর্তীতে গুরুতর আহত সাইফুল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে লোহাগড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..