ভালোবাসা দিবস উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হলো এক জমজমাট কনসার্ট, যেখানে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার জনপ্রিয় গানগুলো দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। ION TV-এর আয়োজনে ও NBC এবং এসোসিয়েট পার্টনার রেইন্ড্রপ এর সহযোগিতায় আয়োজিত এই ভ্যালেন্টাইন কনসার্ট ২০২৫ অনুষ্ঠিত হয় ২৩ ফেব্রুয়ারী রয়্যাল রিজেন্সি, লন্ডনে।
কনসার্টে আসিফ আকবর ছাড়াও আরও কয়েকজন উদীয়মান শিল্পী মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো দর্শকদের উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণ। প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছিল এক আনন্দঘন সন্ধ্যা, যেখানে সঙ্গীতের সুরে মিলেমিশে গিয়েছিল ভালোবাসা আর স্মৃতির আবেগ।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, লন্ডনে বাংলাদেশি কমিউনিটির জন্য এমন সাংস্কৃতিক আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।