বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না নড়াইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ

রূপা হকের পদত্যাগের দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

ছামিয়া আক্তার সুরভী।লন্ডন থেকে
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) প্রকাশিত প্রতিবেদন স্থগিতের পক্ষে ব্রিটিশ এমপি রূপা হকের অবস্থানের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এলিনং ও একটন আসনের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক গত ১৬ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্টে “পয়েন্ট অব অর্ডার”-এ এপিপিজির প্রতিবেদনটিকে “বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ” বলে আখ্যা দেন এবং তথ্য বিভ্রান্তির অভিযোগ তুলে সেটি পর্যালোচনার দাবি জানান। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি স্থগিত করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই প্রতিবেদন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার বাস্তব চিত্র তুলে ধরেছিল এবং এটি স্থগিত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে নির্যাতিতদের ন্যায়বিচারের সুযোগ সংকুচিত হয়েছে। তারা রূপা হকের ভূমিকার নিন্দা জানিয়ে বলেন, তিনি মুক্তিযুদ্ধবিরোধী ইসলামী গোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বারবার বাংলাদেশ সরকারের বিরোধী শক্তিকে সহায়তা করেছেন।

বক্তারা আরও বলেন, যুক্তরাজ্য সবসময় মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়, কিন্তু রূপা হকের পক্ষপাতদুষ্ট বক্তব্য সংখ্যালঘু নির্যাতনের শিকার মানুষদের প্রতি অবিচার করেছে। তারা তার বক্তব্য প্রত্যাহার এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানান।

বিক্ষোভে বক্তব্য দেন অমৃত দাশ, অভিষেক শেখর জিকু, রবিন দাশ, অসীমা দে, সুজয় স্বরূপ, শ্যাম সুজিত দাশ, সাংবাদিক নজরুল ইসলাম নিশিত, নীলকান্ত প্রমুখ। আয়োজকদের পক্ষে অজিত দাস সবাইকে ধন্যবাদ জানিয়ে জানান, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..