বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ধর্মপাশা ও নেত্রকোনায় ৩৮টি শাখা কেন্দ্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। চুরির দায়ে এমপি-মন্ত্রীদের হাত কর্তন করলে পুরো বাংলাদেশ চোরমুক্ত হবে”- সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম রায়পুরে ডেভিড হান্ড অপারেশনে গ্রেফতার তিন। মোহনগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার সিইউএফ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। নোয়াখালীতে  অপারেশন ডেভিল হান্টে চেয়ারম্যানসহ  আটক ৭ মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সাবেক ডিআইজিসহ পুলিশের ৪ কর্মকর্তা আটক গাজীপুরের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)   বরখাস্ত হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আ’গুন

নতুন দল গঠনের ব্যাপারে যে বার্তা দিয়েছে – তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায়, অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয়, তা হবে হতাশাজনক।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ ঝগড়াসুলভ বা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ। তারাই সামনে নেতৃত্ব দেবে। তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয়, এমন আহ্বানও জানান তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশ এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, নির্বাচন হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। নির্বাচন নিয়ে বিতর্ক করা মানে হলো ফ্যাস্টিটদের অবস্থান শক্ত করে দেওয়া।

তিনি আরও বলেন, জনগণ যদি বৃহত্তর স্বার্থে সরকারের ব্যর্থতা মেনে নিতে পারে, তাহলে সরকার পক্ষ থেকেও যে কোনো বিষয়ে ধৈর্য সহকারে মেনে নেওয়া উচিত।

বিএনপির কার্যক্রম নিয়ে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান বলেন, আপনাদের কার্যক্রম নিয়ে কেউ যাতে বিতর্ক সৃষ্টি করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।

বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশন এবং দুদকের মতো প্রতিষ্ঠানকেও অকার্যকর করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সংবিধানসহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কার সাথে দুই একটি প্রক্রিয়াগত বিষয় ছাড়া বিএনপির কোনো ভিন্নমত নেই। সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষেই বিএনপি।

অনুষ্ঠানে শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, এটি আপনাদের বক্তব্যে উঠে এসেছে। এ ছাড়া বিএনপি সরকার পরিচালনার সময়ে নেওয়া বিভিন্ন পরিকল্পনা নিয়ে ও সমসাময়িক রাজনীতির বিষয়ে কথা বলেছেন আপনারা। তাই আর পুনরায় একই বিষয় কথা বলতে চাই না।

এ সময় বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই বলে জানান তারেক রহমান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..