বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন গ্রেপ্তার নড়াইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দুর্গাপূজার ছুটি ৪ দিন, স্কুল/কলেজ  ছুটি  ১১ দিন।

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

দুর্গাপূজার ছুটি ৪ দিন, স্কুল/কলেজ  ছুটি  ১১ দিন।

সরকারি চাকরিজীবীদের শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। সে হিসেবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার তারা পূজার ছুটি পাচ্ছেন চারদিন। নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত দেওয়া হবে। তবে দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুলকলেজ বন্ধ থাকবে ৯ দিন। সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছুটি বেড়ে হবে ১১ দিন।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ছুটি বাড়ানোর কথা জানান। তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এ বছর একদিন বাড়ানো হলো। দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সবার সাথে আছে।

দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার (৯ অক্টোবর) থেকে। সে হিসেবে দশমী হচ্ছে আগামী রোববার (১৩ অক্টোবর)। এদিন প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হবে। এজন্য রোববারও সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকেছে চারদিন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে। যা চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে পরে শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২০ অক্টোবর। এর মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমী, ফাতেহা ই ইয়াজদাহম ১৫ অক্টোবর এবং লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি থাকবে ১৬ অক্টোবর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..