শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী হলেন সমাজকর্ম বিভাগ মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার লোহাগড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

পুত্রের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার,পুত্র গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
নেত্রকোণার খালিয়াজুরীতে পুত্রের লাঠির আঘাতে জমির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্র জুয়েলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে অভিযুক্ত জুয়েলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেপসিয়া গ্রামের বাসিন্দা জমির উদ্দিন। তার ছেলে জুয়েল প্রায় সময়ের টাকার জন্য চাপ দেন। রোববার বিকেলে টাকার জন্য বৃদ্ধ বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় জমির উদ্দিন মাটিয়ে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান। খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..