সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডিতে আব্দুল মোতালিব (১৪) হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালতে পুলিশ শাজাহান খানকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাজাহান খান উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে বৃহস্পতিবার রাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট ধানমন্ডিতে ছাত্র-জনতার মিছিলে অংশ নিয়েছিলেন মোতালিব। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশের গুলিতে বুকে ও গলায় গুলিবিদ্ধ হন তিনি।
মোতালিবের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় ১৭৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শাজাহান খান।