শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:১১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মদন উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের অব্যাহতির দাবি নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ

লোহাগড়া পৌরসভার লোহাগড়া বাজারের  তিন তলা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

 

লোহাগড়া পৌরসভার একটি গুরুত্বপূর্ণ তিন তলা ভবন নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষ যোগসাজসে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন। এতে ভবনটির স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।
 সূত্রে জানা গেছে, নির্মাণের প্রাথমিক পর্যায় থেকেই বিভিন্ন অনিয়ম শুরু হয়। টেন্ডার প্রক্রিয়ায় পৌর কর্তৃপক্ষ পক্ষপাতিত্ব করে বিতর্কিত ঠিকাদার মিন্টুকে দিয়ে কাজটি করানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌর কর্মকর্তা জানান, “নির্মাণ সামগ্রীর গুণগত মান যাচাইয়ে যে নিয়মনীতি প্রয়োজন, তা মানা হয়নি। উপরন্তু, নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।”
লোহাগড়া পৌরসভার মেয়র অনুপস্থিত থাকায় পৌর প্রকৌশলী রতন কুমার রায়ের কাছে তথ্য চাইলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন। ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন,”নির্মাণ কাজ নিয়ম মেনে হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ সঠিক নয়।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন ঐ ভবন নির্মান সংশ্লিষ্টদের, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতির ঘটনা আর না ঘটে। তবে, অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তা এখন দেখার বিষয়।
লোহাগড়া বাজার সংশ্লিষ্টরা বলছেন নিন্ম মানের ইট,বালু, খোয়া, সিমেন্ট পরিমানে কম দেওয়া, পরিমাপ মতো রড না দিয়ে ভবন নির্মানের কাজ চলছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আপনাদের কাছ থেকেই শুনেছি। বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখবো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..