সব কিছু পন্যের দাম বাড়ার সাথে সাথে চিনির দাম বাড়িয়ে দিয়েছে দোকানিরা, সিলেট নগরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার বিকেলে সিলেট কালীঘাট, লাল দিঘীরপার, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় বাজার তদারকিমূলক এই অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয় সূত্র জানায়, চিনি কেনা-বেচার সময় রশিদ সংরক্ষণ না করা, সেই সুযোগে চিনি বেশি দামে বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায়,সিলেট কালীঘাট ও লাল দিঘীরপার এলাকায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (নগর) শ্যামল পুরকায়স্থ ও সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। বাজার কমিটির সদস্যরা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল অভিযানে সহায়তা করে।