রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:০৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

সিলেটের নিখোঁজ মুনতাহার ৭দিন পর মরদেহ উদ্ধার গ্রেহফতার-২জন আসামী,

সিলেট বিশেষ প্রতিনিধি: ফারজানা আক্তার
  • আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

সিলেটের নিখোঁজ মুনতাহার ৭দিন পর মরদেহ উদ্ধার গ্রেহফতার-২জন আসামী,

 

মুনতাহা আক্তার (জেরিন) পিতা:শামীম আহমদ ৬নং কানাই ঘাট সদর ইউনিয়ন এর গ্রাম বীর দল ভাড়ারী ফৌদ, এ বসবাস করে মেয়েটি, সেখানের লোকজন জানান সেই মেয়েটি ৩ নভেম্বর দুপুরে খেলার জন্য ঘর হতে বের হয়,
তারপর থেকে নিখোঁজ,তারা সকলে মিলে খুঁজাখুঁজি করেন এবং ফেইসবুক, এবং মিডিয়া সহ তুলপার করে সব জায়গায় তারা খবর পৌঁছায়,কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যায় নাই কিন্তু হঠাৎ ৭দিন পর ১০ নভেম্বর গতকাল রাত আনুমানিক ৩টায় কয়েক জন মিলে একটা খাল থেকে মেয়েটাকে তুলে পুকুরে ফেলবার চেষ্টা করতে চায়,ঠিক তখনই রাত পাড়ার কয়েকজন লোকের চোখে পড়ে,,তারপর তারা ডাক দিতেই সেই লোকজন লাশ হাত থেকে ছেড়ে দৌড়ে পালায়,
ঠিক তখন সবাই গিয়ে সেখানে লাশ সনাক্ত করেন এটা মুনতাহার লাশ,তারপর তারা সকলে ধরাধরি করে রাস্তার পাশে রাখেন এবং দেখেন মেয়েটির গলায় রসির মত কি একটা যেন পেঁচানো, সেজন্য এলাকাবাসিরা সন্দেহ করছেন এটা খুন, লাশটির মাথার কিছু অংশ গলানো, মেয়েটিকে কতদিন আগে খুন করা হয়েছে ধারণা করা সম্ভব না এখন,তবে তারা ধারণা করছে তাদের বাড়ির পাশের রাস্তার পাশে এক বৃদ্ধ মহিলা এবং তার মেয়েকে এলাকাবাসী ও কারা আশ্রয় দিয়ে ছিলো এবং ঘর বানিয়ে থাকতে দিয়েছিলেন এলাকাবাসীরা সেই বৃদ্ধ মহিলা এবং তার মেয়েকে সন্দেহ করে ছিলেন প্রথম দিকে কারন তারা সব সময় মেয়েটির বাসায় যাওয়া আসা ছিলো এবং খুব বিশ্বাসী লোক ভেবে তাদের হাতে ঘরের চাবি ও দিয়ে যেতেন, সেই বৃদ্ধ মহিলার ঘরে মুনতাহার যাওয়া সব সময় চলতো,সেই পেক্কা পটে তারা সন্দেহ করে সেই মহিলা বা তার মেয়ে কিছু করেছে কিনা সেই সন্দেহে তারা বৃদ্ধার মেয়েকে পুলিশে দিয়ে দিয়েছিলো,তারা যা সন্দেহ করেছে তাই হয়েছে শেষ মেষ এবং এলাকাবাসীর সন্দেহ ও কাজে কথায় মিল পেল সবাই।পরিশেষে বৃদ্ধ মহিলাকে বেঁধে রাখেন এলাকাবাসী এবং পরে আইনের হাতে তুলে দেয়া হয় তারপর পুলিশকে খবরদেন পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে নিয়ে যায়, এ দিকে মেয়ের পরিবারের নেমে আশে শোকের আভাস এবং এলাকাবাসীরা নিশ্চুপ এমন কষ্টদায়ক ঘটনা দেখে,

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..