চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মাদরাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়েছেন হাফেজ কামাল উদ্দীন নামের মাদরাসার এক শিক্ষক । ইতিমধ্যে পেটানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শোলকাটা ছুরুত বিবি মসজিদের হেফজ খানায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মাদরাসার হুজুর হাফেজ কামাল উদ্দীনকে তড়িৎ মাদ্রাসা থেকে চাকুরিচ্যুত করা হয়।
এদিকে হুজুরকে মাদরাসা কর্তৃপক্ষ আইনের আওতায় না এনে মাদ্রাসা থেকে চাকুরিচ্যুত করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক ছাত্র দিয়ে ছেলেটিকে পা চেপে ধরে বেত দিয়ে নির্মমভাবে পিটাতে থাকেন হুজুর। দেখা যায় প্রায় ৫থেকে ৬ মিনিট একইভাবে পিটাতে থাকে হুজুর। পেটানোর ভিডিওটি কে বা কারা ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়।
মাদ্রাসার মুতাওয়াল্লী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসেম বলেন, বিষয়টি জানার পর হুজুরকে আমরা মাদ্রাসা থেকে চাকুরিচ্যুত করেছি। পিটুনিতে আহত ছেলেটি হুজুরের ভাগিনা। হুজুর যাওয়ার সময় ছেলেটিকেও সাথে নিয়ে যায়।
এ বিষয়ে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মেদ বলেন, ভিডিওটি আমার চোখে পড়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নিচ্ছি আমি