বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন আটক

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার পাঁচবিবি উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মামুন (২২) নামের কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।

সোমবার রাতে জয়পুরহাট র‍্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি, ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে, সোমবার সন্ধার আগ মুহূর্তে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব উসনা এলাকায় অভিযান চালিয়ে ১ (এক) হাজার ৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মামুন নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে।

আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন পাঁচবিবি উপজেলার উসনা এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে।

আটককের পর র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী স্বীকার করে যে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো।

পরবর্তীতে আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুন এর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে রয়েছে র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..