শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা 

নিউমার্কেট এলাকায় ফের মুখোমুখি শিক্ষার্থী-ব্যবসায়ী, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

আজ বুধবার(২০শে এপ্রিল) দুপুরের পর থেকেই
নিউমার্কেট এলাকায় ফের মুখোমুখি শিক্ষার্থী-ব্যবসায়ী, মুহুর্মুহু বিস্ফোরণ
নিউমার্কেট এলাকায় আবারও মুখোমুখি অবস্থান রয়েছে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। এরই মধ্যে বেশকিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে নিউমার্কেট এলাকার সব রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বিকেল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

এর আগে, রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শান্তিপূর্ণ সমাধান চেয়েছে ব্যবসায়ীরা। বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহিন।

এ সময় ব্যবসায়ীদের পক্ষে দুঃখপ্রকাশ করে আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি। আমিনুল ইসলাম শাহিন বলেন, আমরা দুই পক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করে নিউমার্কেট এলাকার দোকানগুলো খুলে দিতে চাই। এই ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে, শিক্ষার্থীদের দাবি হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, ঢাকা কলেজের অধ্যক্ষ ও এডিসি হারুনকে প্রত্যাহার, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনাসহ আহত সকল শিক্ষার্থীদের ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।

এর আগে, সোমবার রাতে নিউমার্কেটের কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর রাতভর চলে সংঘর্ষ। পরের দিন মঙ্গলবার সকাল দশটা থেকে আবারও সংঘর্ষ শুরু হলে চলে দিনভর। রণক্ষেত্র ছিল রাজধানীর নিউমার্কেট এলাকা। দফায় দফায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে সাংবাদিকসহ আহত হয় অন্তত ৫০ জন। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা কলেজের হলগুলো ৫ই মে পর্যন্ত বন্ধ ঘোষণা দিয়ে বিকেলের মধ্যে ছাত্রদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়া হলেও, শিক্ষার্থীরা তা মানেননি। পরবর্তীতে আবারও রাস্তায় নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় আহত হয়ে আইসিইউতে থাকা নাহিদ হাসান (১৮) নামে এক যুবক চিকৎিসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..