বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান মদন পৌরসভার সড়ক কাটায় জনভোগান্তি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ওসমান হাদির মতোই এনসিপি নেতাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা পারকি সমুদ্র সৈকতে বিজয় দিবসে ট্রাফিক নিয়ন্ত্রণে জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগ ভোলায় জামায়াতের মামলায় বিএনপি নেতাদের জামিন: ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হাদির জানাজাকে ঘিরে ৭টি ট্রাফিক নির্দেশনা- ডিএমপি

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ

এস, এম রকিবুল হাসান
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মিসবাহ উদ্দিন। একই সঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মিলন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের প্রধান প্রতিবেদক শাহরিয়ার নাঈম ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সংগ্রাম প্রতিদিনের প্রতিবেদক আলমগীর হোসেন পেয়েছেন ১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষের প্রতিবেদক মো. মিসবাহ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মোস্তাফিজুর রহমান মিলন নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
১নং সহসভাপতি জাকির ইসলাম, ২নং সহসভাপতি ইসলাম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাতুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা, অর্থ সম্পাদক জান্নাতুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব, ক্রীড়া সম্পাদক শাহিনুল নুর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..