টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩ ব্যক্তিকে ৬ মাসে কারাদণ্ড প্রদান করা হয়।
২২ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এর নেতৃত্বে মির্জাপুর পৌরসভার সওদাগড় পাড়ায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যক্তিকে গ্রেফতারপূর্বক মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক প্রত্যেক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় মির্জাপুর থানার একটি চৌকস পুলিশ টিম সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ মহোদয়ের সাথে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, (১)মোঃ ইউসুফ (২০), পিতা- আঃ আজিজ, গ্রাম: পুষ্টকামুরী মধ্যপাড়া (২)মোঃ রবিউল ইসলাম(৩২), পিতা- মৃত শরফ আলী, গ্রাম-:পুষ্টকামুরী সওদাগরপাড়া(৩)মো: রাশেদ (৩৭) পিতা- মৃত মটর আলী, গ্রাম: পুষ্টকামুরী সওদাগরপাড়া।
আসামিরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সহিত জড়িত থেকে নানাবিধ অসামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে বলে জানা যায়। আসামিদের সন্ত্রাসী কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত হয়ে পথ চলতে হতো এলাকাবাসীদের। এদের আরো অনেক সাঙ্গোপাঙ্গরা বাইরে রয়ে গেছে বলেও জানা যায়। এদের গ্রেপ্তারের খবরে শান্তিকামী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।