নেত্রকোণার মদন উপজেলাতেও আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় সমবায় দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য — সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অলিদুজ্জামান, সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব সাকিব বিন জামান প্রত্যয়,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃআবু ইউসুফ,,সহকারী পরিদর্শক সমবায় মদন উপজেলা জনাব কৃপেশ তালুকদার, শিক্ষক ও সাংবাদিক বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং বেকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তাঁরা সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।