সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কণ্ঠশিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে শহরের সুলতানপুর ক্লাবের কাছ থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে থানার ওসি শামিনুল ইসলাম।
শামীমা পারভীন রত্না সাতক্ষীরা শহরের সিটি মার্কেট এলাকার মো. শওকত হোসেনের মেয়ে ও ব্যাংক কর্মকর্তা মিঠু আমিনের স্ত্রী। তিনি সাংস্কৃতিক সংস্থা বর্ণমালা একাডেমির পরিচালক।
ওসি শামীনুল বলেন, আওয়ামী লীগের নেত্রী শামীমা পারভীন রত্নার বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।