মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক জাকারিয়া আল মামুনের উপর ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর বাজারস্থ শুভ মোটর সাইকেল গ্যারেজ সংলগ্ন রাস্তায় স্থাণীয় মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় আহত সাংবাদিক মামুনের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করার পর জামালপুর গ্রামের হারুন এর ছেলে রিয়াদ (৩৫) নামে একজনকে আটক করে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক জাকারিয়া আল মামুন স্থাণীয় আইন শৃঙ্খলা বজার রাখার স্বার্থে মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জন্য স্থাণীয় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে থাকেন। এ নিয়ে জামালপুর এলাকার আবু তাহেরের ছেলে মাহমুদুল হাসান (২৩), সিদ্দিকের ছেলে রাসেল (২২) ও ফাহিম (২৪), দেলোয়ারের ছেলে রাফিক (২৫) এবং হারুনের ছেলে রিয়াদ (৩৫) দীর্ঘদিন যাবৎ শক্রতা পোষণ করিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া আসছিলেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকারিয়া আল মামুন মোটর সাইকেল যোগে কালীগঞ্জ তার কার্যালয়ে যাওয়ার সময় জামালপুর বাজারস্থ শুভ মোটর সাইকেল গ্যারেজ সংলগ্ন রাস্তায় পৌছলে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে তার মোটর সাইকেলের গতিরোধ করে এলাপাথারী মারপিট করিয়া গুরুতর জখম করে। স্থাণীয় তাকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করেন। জাকারিয়া আল-মামুন বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী শান্তা ইসলাম বাদী হয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে কালীগঞ্জ থানায় ২৩(৯)২৫ নং মামলা দায়ের করেন। যার ধারা-৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/৩৪/১১৪ পেনাল কোড। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ১৬ সেপ্টেম্বর জামালপুর গ্রামের হারুনের ছেলে রিয়াদকে আটক করে দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামি রিয়াদকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..