বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মোহনগঞ্জে ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরি, গ্রেফতার-২ খোকসায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকাণ্ডের জের ২১ বাড়ি ভাংচুর, লুটপাট

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর জয়নগর গ্রামে চাঞ্চল্যকর সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৩) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২১ বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আনুমানিক ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত করেছে দূর্বৃত্তরা। অব্যাহত হামলার ভয়ে ওই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ভয়, আতংক আর চরম নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে চর জয়নগর গ্রামের মানুষজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ওই গ্রাম ঘুরে দেখা যায়, নড়াগাতী থানার মধুমতী নদীর তীরে চর জয়নগর গ্রামের অবস্থান। গ্রামটি সৌদি প্রবাসী অধ্যুষিত হওয়ায় এই গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পাকা বিল্ডিংয়ের। প্রতিপক্ষের লোকজন এসব দালান বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে সমগ্র গ্রামটিকে বিরাণ ভূমিতে পরিনত করেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সভ্য সমাজের কোন আইন-কানুন এই গ্রামের জন্য প্রযোজ্য হয় না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে ১২ মার্চ সন্ধ্যার পর ওই গ্রামের তফসিরুলের দোকানে চা খেতে গেলে প্রতিপক্ষের লোকজন সৌদি প্রবাসী আকরাম শেখকে (৪৩) দেশীয় অস্ত্র, রামদা, ছ্যানদা ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। প্রবাসী আকরাম শেখের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই গ্রামের পিরু শেখ, ইকরাম শেখ, দ্বীন ইসলাম মোল্যার নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একদল দূর্বৃত্ত প্রতিপক্ষের আনসার জমাদ্দার, ইসমাইল জমাদ্দার, ফহম সিকদার, সৈয়দ শেখ, ইমরান শেখ, ইমরুল শেখ, তোরাফ খান, মাফুল শেখ, ইউসুফ শেখ, রহমত শেখ, সদর শেখ, সিরু শেখ, সারু শেখ, বাদশা শেখ, মাহিন হাওলাদার, আইয়ুব আলী জমাদ্দার, আশরাফ আলী জমাদ্দার, সবুর জমাদ্দার ও ইকরাম জমাদ্দারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালিয়ে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে।

চাঞ্চল্যকর সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকান্ডের ঘটনার ৫ দিন পর নিহত আকরাম শেখের ভাই ইকরাম শেখ বাদী হয়ে ৪৬ জনসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মমালা নং- ০৪, তাং- ১৭/০৩/২৫।

চর জয়নগর গ্রামের মৃত লায়েক জমাদ্দারের ছেলে ইসমাইল জমাদ্দার (৩৫), ইমরান শেখের স্ত্রী পারভীন বেগম (২৯), আনসার জমাদ্দারের স্ত্রী রুহি বেগমসহ (৪২) একাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি গণমাধ্যমকর্মীদের কাছে কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘সৌদি প্রবাসী আকরাম শেখের খুনের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়ি ঘরের ওপর তান্ডব চালিয়ে নজিরবিহীন ক্ষতি সাধন করেছে। অব্যাহত হামলা ও নিরাপত্তাহীনতার কারণে আমরা এখন পরিবার পরিজন নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছি। জমির ধান, মুল্যবান কাঠের গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন। আমরা এসব ঘটনার ন্যায় বিচার চাই। আমরা আমাদের বাড়িঘরে ফিরে যেতে চাই’। এ জন্য সেনাবাহিনীর সহযোগিতা দরকার’।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, চর জয়নগর গ্রামে আকরাম শেখের খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামী আনসার জমাদ্দার ও বকুল শেখকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার দায়েরকৃত একটি মামলায় দুজনকে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..