রসুলপুর আবাসিক ও বাসা বাড়ীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ সরবরাহের দাবীতে,শান্তিপূর্ণ মানববন্ধন,
নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে,আজ ১লা মার্চ শনিবার দুপুরে কাজলা ফুটওভার ব্রিজ সংলগ্ন আর্দশ স্কুল রোডের মাথা বিশ্ব রোড। ভুক্তভোগী রসুলপুরবাসী মানববন্ধন করেন,
মানববন্ধনে বক্তব্য দেন এলাকার বাসিন্দারা মো: আমির হোসেন ভূইয়া রসূলপুর, ৬১নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ
আজ আমরা সকলে এই মানব বন্ধন কর্মসূচী করতে বাধ্য হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ গ্যাস সরবরাহ বিরম্বনায় ভুগছি। গ্যাস বিতরন কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়ে কোন কাজ হয়নি। কর্তৃপক্ষ সারাদিন-রাত আবাসিক সংযোগে গ্যাস বিতরন বন্ধ রাখে, গভির রাতে গ্যাস সরবরাহ করে যা আমাদের কোন কাজে আসে না। আমরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছি। অতীব দুঃখের বিষয় গ্যাস সরবরাহ কর্তৃপক্ষের অব্যবস্থার কারনে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে আমরা এই ভোগান্তির অবসান চাই
গ্যাস বিতরন কর্তৃপক্ষের এই অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছি, প্রতিকার আশা করছি। সামনে রমজান মাস, গ্যাস সর্বরাহ নিঃশ্চিত না হলে ধর্ম-কর্ম পালন করা আমাদের পক্ষে মারাত্মক কষ্টদায়ক হবে।
নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে আমাদের বাচতে দিন। আমরা গ্যাস চাই বিদ্যুৎ চাই বাচাঁর মত বাচতে চাই। বিদ্যুতের প্রি পেইড মিটার ভোগান্তির আরেক খাত, আমরা বিদ্যুৎ এর প্রি-পেইড মিটার ব্যবস্থা বাতিল করে পূর্বের বিলিং মিটার ব্যবস্থায় ফিরে যেতে চাই। এই প্রি-পেইড মিটার আমাদের ২৪ ঘণ্টা আতঙ্কে রাখে। অবিলম্বে এই প্রি-পেইড ব্যবস্থা প্রত্যাহার করে পূর্বের ব্যবস্থায় যেতে চাই। আশা করি জন-দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ যথাযত সুব্যবস্থা নিয়ে আমাদের কে শান্তিতে বসবাস করার সুযোগ দিতে হবে,