শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় গ্রেফতার দুজনকে জামিন দিয়েছেন আদালত। দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত।
আজ সোমবার (৬ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করলে বাদীপক্ষের আইনজীবীরা বিরোধিতা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অভিযোগ, হামলার ঘটনা পরিকল্পিত। এটি পরিকল্পনা করে ঘটানো হয়েছে।
এর আগে, সোমবার ভোর ৪টায় রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে এসকে আবীর আহমেদ ওরফে শরীফ ও মো. কোরবান শেখ হিল্লোলকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ জাতীয় বিপ্লবী পরিষদের বেশ কয়েকজন আহত হন।