বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

পুত্রের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার,পুত্র গ্রেপ্তার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
নেত্রকোণার খালিয়াজুরীতে পুত্রের লাঠির আঘাতে জমির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্র জুয়েলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে অভিযুক্ত জুয়েলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেপসিয়া গ্রামের বাসিন্দা জমির উদ্দিন। তার ছেলে জুয়েল প্রায় সময়ের টাকার জন্য চাপ দেন। রোববার বিকেলে টাকার জন্য বৃদ্ধ বাবাকে চাপ দেন। এ সময় বাবা টাকা দিতে পারবেন না বলে জানান। এ সময় জুয়েল ক্ষিপ্ত হয়ে একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় জমির উদ্দিন মাটিয়ে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান। খবর পেয়ে লেপসিয়া ফাঁড়ি থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ছেলে জুয়েলকে আটক করে। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..