শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সা’দত কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর বিজয়ী হলেন সমাজকর্ম বিভাগ মোহনগঞ্জে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার লোহাগড়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৫ দফা দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ ও মিছিল দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

কাবিননামায় কুমারী নয় লিখতে হবে অবিবাহিত

মো: কামরুলজ্জামান (জন)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

 

কাবিননামার সরকারি ফরমে পাঁচ নম্বর কলামে থাকা ‘কুমারী’ শব্দটি বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে ‘কুমারী’ শব্দের জায়গায় লিখতে বলা হয়েছে ‘অবিবাহিত’ শব্দ। একইসঙ্গে কাবিননামার ফরমে ৪ এর ক উপধারা সংযোজন করে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত, তালাকপ্রাপ্ত কি না তা অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে জারি করা রুল নিস্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জেড আই খান পান্না ও আইনুন্নাহার সিদ্দিকা, সম্পূরক আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। বিয়ের কাবিননামার ফরমে কনে কুমারী, বিধবা ও তালাকপ্রাপ্ত সংক্রান্ত পাঁচনম্বর কলামের বৈধতা নিয়ে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে ২০১৪ সালে রুল জারি করেন হাইকোর্ট। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন। ‘একটা মেয়ে কুমারী কী কুমারী নয়, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কাবিননামা একটি পাবলিক ডকুমেন্ট। এখানে ব্যক্তিগত এ বিষয়টি থাকতে পারে না। আবার এ বিষয়টি একটা মেয়ের বেলায় আছে কিন্তু ছেলের বেলায় সে বিবাহিত, তালাকপ্রাপ্ত কিনা সেটি উল্লেখ নেই। এখানেই বৈষম্য করা হয়েছে। আদালত শুনানি শেষে এ রায় দেন।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..