শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সিংড়া থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার- ২ বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ৪ হেভিওয়েট প্রার্থী।  লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের গণসংযোগ  ট্রাক ড্রাইভারকে খুন করে রড ছিনতাইয়ের ঘটনায়  আটক-৪

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে রাস্তায় জলাবদ্ধতায় জনভোগান্তী চরমে

শহিদুল ইসলাম রনি শিবগঞ্জ,প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উমরপুর থেকে উমরপুর ঘাট পর্যন্ত ১ হাজার ৪৫০ মিটার সড়ক সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। সড়ক থেকে পার্শ্ববর্তী দুদিক উঁচু হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থান ভেঙ্গে গিয়ে তৈরী হওয়া গর্তে জমে থাকে পানি। গাড়ি চলে ঝুঁকি নিয়ে। তার ওপর গর্তে জমে থাকে বৃষ্টির পানি। ভারী বর্ষণের কারণে এসব গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি। কাদাপানিতে একাকার হয়ে যাওয়ায় হাঁটাও দায় হয়ে পড়েছে। স্থানীয়রা জানায়, শ্যামপুর ইউনিয়নের এ সড়কটি প্রায় দশ বছর আগে পাকা করা হয়। দীর্ঘদিন ধরেই সড়কের কার্পেটিং উঠে যাওয়া ও দুইধার উঁচু হওয়ায় এমন বেহাল দশা বছরের পর বছর থেকেই যাচ্ছে। কোথাও হাঁটুপানি আবার কোথাও নোংরা কাদায় হাঁটাচলার চরম দূর্ভোগে পড়েছেন পথচারীরা। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শতাধীক শিক্ষার্থী
ও শিক্ষক এ রাস্তা দিয়ে যাতায়াত করে। শিক্ষার্থীদের এ জলাবদ্ধতা পার হয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয় মুদি দোকানদার আবদুর রহমান বলেন, বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে থাকে। গাড়ি চলাচলের সময় গর্তে জমে থাকা পানিগুলো তাদের দোকানে ছিটকে পড়ে। এ সময় আমার দোকানে কোনো ক্রেতা আসতে পারেনা। অনেক কষ্টের মধ্যে আমাদের দোকান করতে হয়। গাড়ি চলাচলের সময় বৃষ্টির পানি দোকানে ছিটকে পড়ে দোকানের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়ে যায়। শ্যামপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন বলেন, দশ বছর পূর্বে সড়কটি কার্পেটিং করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্ষার শুরু হওয়ার সাথে সাথে ওই স্থানে গর্তে পরিণত হয়। চরম ভোগান্তির মাধ্যমে আমাদের যাতায়াত করতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জোর দাবি জানান তিনি। তবে উমরপুর সড়কের বেহাল দশার কথা স্বীকার করে শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, সড়কটির সার্বিক অবস্থার উপর একটি প্রতিবেদন সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছেন। আশা করি দ্রুত এ সড়কের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..