বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় সিংড়া থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার- ২ বাউফলে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  ঈদগাঁও উপজেলা নির্বাচনে ভোট যুদ্ধে ৪ হেভিওয়েট প্রার্থী।  লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের গণসংযোগ  ট্রাক ড্রাইভারকে খুন করে রড ছিনতাইয়ের ঘটনায়  আটক-৪

নড়াইল জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার।

শরিফুজ্জামান, নড়াইল
  • আপলোডের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল আজ(২৬সেপ্টেম্বর) সকাল ০৮ ঘটিকায় নড়াইল জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) জনাব এস এম কামরুজ্জামান পিপিএম সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্স।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, জনগণের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে এবং ডিউটির সময় জনগণের সঙ্গে কোন প্রকার খারাপ ব্যবহার করা যাবে না। যদি কেউ খারাপ ব্যবহার করে তাহলে তাৎক্ষণিকভাবে ভিডিও করার নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে অবৈধ হাতিয়ার উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখতে হবে।
সরকারি ডিউটি পালন শেষে নিজেদের ফ্যামিলির খোঁজ খবর নিতে হবে, প্রয়োজন হলে ছুটেতে গিয়ে ফ্যামিলির সঙ্গে সময় দিয়ে আসবে। কোন পুলিশ সদস্য ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে পারবে না। হেলমেট ছাড়া গাড়ি চালালে দুর্ঘটনা হলে আপনার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে। তাই সবাইকে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, ড্রেসআপ, টার্নআউট মানসম্মত হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন এবং ভালো কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..