পবিত্র রমজান ঘিরে কুষ্টিয়া খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। শনিবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোমসপুর বাজার সহ শোমসপুর ইউনিয়নে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং করেছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
তিনি সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা যাচাই সহ সব নিজ চোখে মনিটরিং করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য বিক্রয়যোগ্য দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
এসময় ফলের দোকান, মিষ্টির দোকান, চাল চিনি ইত্যাদি আড়ত পরিদর্শন করা হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে আজকের বাজার মনিটরিং সম্পন্ন করা হয়েছে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস আরো জানান, ক্রেতা সাধারণের স্বার্থে রমজান মাসে বাজারে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..