বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন , ই-পেপার

Law Express নবীন আইনজীবী সংবর্ধনা এবং মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত

এস.এম.রকিবুল হাসান
  • আপলোডের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

শুক্রবার  সারাদিন সোনারগাঁও তাজমহল পাটি সেন্টারে Law Express এর আনন্দঘন মুহূর্তে, ১৭-৩-২৩ ইং জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী অর্পন জাতির জনক, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীতে সকালে Law Express পক্ষ হইতে কেক কাটার  অনুষ্ঠিত হলো,

Law Express বার্ষিক বনভোজন ও মিলনমেলা, বিভিন্ন অতিথির আগমন মাধ্যমে, আলোচনা, খেলাধুলা ও ঘোরাঘুরি, আর মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে সবাই দিনটি অতিবাহিত করেন,

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব আকরাম হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক এর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন।প্রধান অতিথি: জনাব আব্দুল্লাহ্ আবু সিনিয়র এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট পাবলিক প্রসিকিউটর মহানগর – দায়রা আদালত ঢাকা বিশেষ অতিথি : জনাব আব্দুল বাতেন এডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোর্ট চেয়ারম্যান লিগ্যাল এডুকেশন কমিটি বাংলাদেশ বার কাউন্সিল আমন্ত্রীত অতিথি: লেঃকর্ণেল শহীদুল হাসান ইবি, এডভোকেট হুমায়ুন কবির ও এস,এম, রকিবুল হাসান, সম্পাদক ও প্রকাশক দৈনিক সংগ্রাম প্রতিদিন সঞ্চালনায়:এডভোকেট মনোয়ারা পারভীন মিলি ও এডভোকেট মো: দেলোয়ার মল্লিক পৃষ্ঠপষোকতায়:মাহমুদল হাসান সভাপতিত্ব করেন: জনাব আকরাম হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক Law express ১৭-০৩-২০২৩ ইং রোজ শুক্রবার Law Express এর নবীন আইনজীবীদের গাউন পরিধান তথা সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল ও সুচারু ভাবে সম্পন্ন হয়েছে। খুবই জমকালো আনন্দ মুখর পরিবেশে নবীব আইনজীবীদের এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত হয়েছিল Law Express প্রাঙ্গন।নবীন আইনজীবী ও আগামীর আইনজীবীদের ঐকতানে দৃষ্টিনন্দন আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উল্লেখ্য Law Ex press এর ৮৩ জন স্টুডেন্টের মধ্যে ৮২ জন আইনজীবী হওয়ার গৌরব অর্জন করে। Law Express এর কর্ণধার এই দক্ষ কান্ডারী আকরাম হোসেন স্যারের চৌকষ দিকনির্দেশনায় সম্মুখ সমরে আলোকবর্তিকা হয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন,Law Express পরিবার আলোকিত হয়েছেন, গর্বিত আমরা Law Express পরিবার ,Law Express এর আনন্দঘন মুহূর্তে শেষ হলো বার্ষিক বনভোজনের অনুষ্ঠান

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..