শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা সিটিতে যেন কিছুতেই কমছে না কিশোর গ্যাং আধিপত্য , অবৈধ দেশিয় অস্ত্রের ঝনঝনা নিতে উত্তাল আজ গোটা শহর ঈদগাঁও’তে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট মনোনয়ন জমা দিয়েছেন ৩৮৪ জন। বাউফলে ৩ শিশুকে শিকলে বেঁধে নির্যাতনের  অভিযোগে ব্যবসায়ী আটক  মধুখালীতে মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন  আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লোহাগড়ায় স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের কার্ড দিয়ে অর্থ আদায়ের অভিযোগ  ঈদগাঁও গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দোকান পুড়ে ছারখার। সাভারে বাড়ির জানালা কেটে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে  দুবাই বাংলাদেশ কনস্যুলেটে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

খোকসায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ  
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
 কুষ্টিয়ার খোকসায় মঙ্গলবার (৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ সময়  সকাল ৮ টায় উপজেলা প্রশাসন, আ.লীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় পুষ্পমালা অর্পন করেন উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, খোকসা পৌরসভার ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, খোকসা থানা ছাএলীগের সভাপতি শিমুল আহম্মেদ খান, ছাএলীগের সাধারণ সম্পাদক আশিক রহমান শুভ সহ যুবলীগের যুগ্ম আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজু।
সকাল সাড়ে আটটায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ৯ টায় বিভিন্ন স্কুলের ছাএ-ছাএীদের আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা সকাল সাড়ে নয়টায় বঙ্গবন্ধুর ভাষণ ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় অফিসার্স ক্লাবের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খোকসা থানা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোকসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা, নাগরিক সংবাদ ও কুষ্টিয়ার সংবাদ খোকসা প্রতিনিধি নিখিল বিশ্বাস সহ বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজ কল্যাণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা সমাজ সেবার অফিসের পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..