শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা 

ইবিতে উদযাপন  হলো উৎসবমুখর পরিবেশে বসন্ত উৎসব 

কুষ্টিয়া , ইবি প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
 ‘আজ ভুবনের দুয়ার খোলা, বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা, কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে!’ কবির ভাষায়, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’। তাই ঋতুরাজ বসন্তকে শাদরে গ্রহণ করে নিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বাংলা বাংলা বিভাগের আয়োজনে বসন্তকে অভিবাদন জানাতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। হলুদ, বাসন্তী রঙের শাড়ী পাঞ্জাবিতে শোভাযাত্রায় অংশ নেয় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসন ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শোভাযাত্রায় অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া , রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান, প্রক্সর অধ্যাপক ড. শাহাদৎ আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
শোভাযাত্রাটি শেষ হয় বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চস্থ আম্রকানন প্রান্তরে। শোভাযাত্রা শেষে বাংলা বিভাগের উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক গাজী মাহবুবুল মুর্শিদ এর  সভাপতিত্বে এবং  অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, বাংলাদেশের সরকারি বেসরকারি যেসকল বিশ্ববিদ্যালয় আছে যারা বাঙালি সংস্কৃতি নিয়ে বিভিন্ন আয়োজন করে এটাকে ধারণ করে এবং পরিপূর্ণ করার প্রচেষ্টায় লিপ্ত থাকে আমার মনে হয় তাদের ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যতম। আমরা জাতিতে বাঙালি।তাই ভাষার মাসে যে সকল শহীদের জন্য আমরা আজ ছয় ঋতুর বাংলাদেশে বসন্ত উৎসব পালন করছি তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। আমরা শুধু বসন্তেই না বরং বছরের প্রতিটাদিনই বসন্তের ন্যায় ফুলেল ভাবে কাটানোর চেষ্টা করব এই প্রত্যাশা থাকবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..