শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আজ দুর্গাপূজার মহাসপ্তমী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিককে অর্থ সহায়তা সেনাবাহিনীর ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা ভালুকা উপজেলা প্রেসক্লাবের নিন্দা শরণখোলায় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান মহিউদ্দিন খানের মাছের ঘের থেকে গলিত লাশ উদ্ধার। মেট্রোরেল মিরপুর-১০ নম্বর স্টেশনের ট্রায়াল রান হবে, ১০ অক্টোবর শেখ হাসিনা বর্তমান কোথায়, জানালেন ভারতীয় কর্মকর্তারা যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই, বিএনপি নেতা শামীম বাউফলে বিএনপি নেতার, যৌথ বাহিনীর  হাতে গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নি*হত শরণখোলায় শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের পাশাপাশি জামায়াত- শিবিরের চার শতাধিক কর্মী নিরাপত্তা প্রহরায়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন।

চকরিয়ায় মাতামুহুরী নদী সংলগ্ন সবজি ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার 

কক্সবাজারের প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
 কক্সবাজারের চকরিয়া বেতুয়া বাজার ব্রীজের দক্ষিণ পাশে মাতামুহুরী নদী সংলগ্ন সবজি ক্ষেত থেকে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বেলাল উদ্দিন(৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বেলাল উদ্দিন পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনিস পাড়া গ্রামের মৃত মোহাম্মদ মজ্জানের ছেলে পেশায় সে ড্রাইভার বলে জানা যায়।
নিহতের বড় ভাই মোহাম্মদ বাদশা  বলেন, বেলাল উদ্দিন পেশায় একজন ড্রাইভার ছিল। সাম্প্রতিক সময়ে তার মালিকানাধীন দুটো ডাম্পার গাড়ি বিক্রি করে একই ইউনিয়নের সেকান্দর পাড়া এলাকার জামাল উদ্দিনকে নিয়ে নোয়াখালীতে ব্যবসা করতো এতটুকুই জানতাম। কয়েকদিন আগে নোয়াখালী থেকে বাড়িতে এসেছে। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। বুধবার দুপুরে স্থানীয় লোকজন নদীতে গোসল করতে যাওয়ার সময় নদীর তীরে টমেটো ক্ষেতের মধ্যে এক নারী বেলালের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে জানায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তফিকুল আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জাব্বার সহ তিনি উপস্থিত থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..