রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে শিক্ষকদের সঙ্গে এমপি মাশরাফির মতবিনিময় সিংড়ায় পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগে- পিতা গ্রেপ্তার  রাজধানীতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত বাঁশখালীতে প্রাইমারী শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরণে, “চট্টগ্রাম জেলা পরিষদ, পাইকগাছার কপিলমুনি বাজার মনিটরিং করেছেন -ইউএনও আল-আমিন সিরাজগঞ্জে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম. হারুন অর রশীদ এর স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির বিরুদ্ধে সদস্যদের অনাস্থা ও সংবাদ সম্নেলনঃ প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন  সাভারে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জনসংযোগ করেছেন তুহিন

কুষ্টিয়া খোকসা থানার আয়োজনে বিট ও কমিউনিটি সভা অনুষ্ঠিত 

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম রানা 
  • আপলোডের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি ২০২৩)  সকাল ১১ টা ৩০ মিনিটে   কুষ্টিয়া জেলার খোকসা থানার আয়োজনে থানা প্রাঙ্গনে বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন, বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম।

পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর করতে বিট ও কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। এ ছাড়াও বিট ও কমিউনিটি পুলিশিং কার্যকর করার ফলে জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতা নির্মূলসহ এলাকার সকল ধরনের অপরাধ ও অপরাধীদের গতি-বিধি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। এর ফলে পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধের রহস্য উৎঘাটন করা সহজ হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খোকসা থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, ও আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল,খোকসা উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, আরিফুর রহমান তশোর সহ খোকসা থানাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর বৃন্দ, খোকসা পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন খোকসা থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..