বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন , ই-পেপার

কুষ্টিয়ার খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি 

কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম রানা 
  • আপলোডের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
কুষ্টিয়া খোকসা থানাধীন কালিবাড়ী রোডে অবস্থীত আদিত্য ফার্নিচারের শো-রুমে গত ০৫/০২/২৩ তারিখ রাত আনুমানিক ০৩ ঘটিকার সময় ভয়াবহ অগ্রিকান্ডে প্রতিষ্ঠানের তৈরি থাকা কাঠের খাট,সোফা, ড্রেসিং টেবিল সহ কাজের প্রয়োজনে ব্যবহৃত নামি দামি মেশিনপত্র ও চেরাই কাঠ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রতিষ্ঠানের মালিক প্রতাপ আদিত্য সিং জানান যে, গত রাত আনুমানিক ০৩ ঘটিকার সময় বৈদ্যুতিক লাইনের ক্রটি জনিত শর্ট সার্কিটের কারনে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে । বিষয়টি স্থানীয় লোকজন ভোর রাতে টের পেয়ে আগুন আগুন বলে চিৎকার করিলে প্রতিষ্ঠানের মালিক প্রতাপ আদিত্য সিং ঘটনা স্থলে আসে এবং খোকসা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয় ১৫-২০ মিনিটের মধ্যে ঘটনা স্থলে উপস্থীত হয়ে আগুন নিভানোর চেষ্টা করিলে আগুন নিয়ন্ত্রণে না আসলে কুমার খালী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ঘটনা স্থলে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানের মালিক ও  ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাথে কথা বলে প্রাথমিক ভাবে জানা যায় যে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এই ভয়াবহ অগ্রিকান্ড ঘটে। এতে ক্ষয় ক্ষতির পরিমান ২০ থেকে ২৫ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..