বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

গাজীপুরে সরকারি স্কুলের ভর্তি লটারিতে এক শিক্ষার্থীর নাম ৫ বার!

চঞ্চল মিয়া বিশেষ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

গাজীপুরের জেলা প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারিতে এক শিক্ষার্থীর নাম পাঁচবার ওঠার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ভাবে অনুষ্ঠিত সরকারি ওই স্কুলে নতুন বছরে ভর্তির জন্য লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। পরদিন মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রভাতী শাখা ও দিবা শাখায় ১৭৪ জন করে ছাত্রের মেধা তালিকা টানানো হলে এই ত্রুটি অভিভাবকদের নজরে আসে। বিষয়টি অভিভাবকদের নজরে আসার পর বিষটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

অত্র স্কুলের দিবা ও প্রভাতী শাখার প্রধান শিক্ষক এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল কবিরের স্বাক্ষরিত দুটি শাখার ফলাফলে দেখা গেছে, আব্দুল্লাহ সাইমুম এহসান নামে এক শিক্ষার্থীর নামই আছে পাঁচবার এবং আজিজ রায়হান তাসিন নামে আরেক শিক্ষার্থীর নাম আছে দুইবার।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল কবির জানান, স্কুলের ভর্তি কমিটির সদস্য সচিব, স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে তালিকাটি পেয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে তিনি তাতে স্বাক্ষর করেন। সফটওয়্যার বা কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়ে থাকলে সে বিষয়ে পরবর্তীতে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জনান তিনি।

শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণকারী এ ফলাফলে এত বড় ত্রুটির জন্য অভিভাবকের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে। লটারি মাধ্যমে সন্তানদের শিক্ষার ভাগ্য নির্ধাণের জন্য একদিকে অভিভাবকরা শিক্ষার মান নিয়ে যেমন চিন্তিত অন্যদিকে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারিগরি ক্রটি হওয়ায় আরও উদ্বিগ্ন। এছাড়াও দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লটারিতে একই শিক্ষার্থীর নাম একাধিক আসার অভিযোগ রয়েছে। বিষয়টির সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সবাই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..