শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

শ্রীপুরে ৩টি মাদক মামলার আসামি বাবুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১

ষ্টাফ রিপোর্টার,শেখ সেলিম রেজা :-
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

গাজীপুরের শ্রীপুরে তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মাহবুব রহমান ওরুফে বাবুলকে(৬৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১ গতকাল মধ্যরাত দেড়টার দিকে উপজেলার কেওয়া পূর্ব খণ্ড আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাহবুব রহমান কেওয়া পূর্ব খন্ড এলাকার মৃত এম.এ.হামিদের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের র‌্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে তিন টি গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামি গাজীপুরের শ্রীপুর থানাধীন কেওয়া পূর্ব খন্ড এলাকায় আত্মগোপন করে আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ক্যাম্পের র‍্যাব সদস্যদের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুরে কেওয়া পূর্ব খন্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ টি(গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা নং-২৯(১১)১৬, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক) এর ৭(ক) এবং প্রসেস নং-১৬৫৫/২১, শ্রীপুর থানার মামলা নং-৭৩(০৬)১৯, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক), জিআর-৫৪৪/১৯ এবং শ্রীপুর থানার মামলা নং ৫৫(১০)২০১৯, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক), জি আর-৯৩৯/১৯)গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামি মাহবুব রহমান বাবুলকে গ্রেফতার করা হয়।

এক প্রশ্নের জবাবে কোম্পানী অধিনায়ক তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাহবুব মাদক ব্যবসার সাথে জরিত বিষয়টি স্বীকার করেছে।আসামি মামলার পর হইতে ছদ্মবেশ ধারন করে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত আত্মগােপনে ছিল। তিনি আরও বলেন, মাহবুব রহমানকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..