বাংলাদেশ স্কাউটস,নোয়াখালী জেলা শাখার ব্যবস্থাপনায় জেলা স্কাউটস কার্যালয়ে শুক্রবার সকাল ১০ টায় মাল্টিপারপাস ওয়ার্কশপ’২২ অনুষ্ঠিত।
প্রার্থনা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ওয়ার্কশপের কার্যক্রম শুরু করা হয়।
জেলা স্কাউটস সম্পাদক আহমেদ হোসেন ধনু ওয়ার্কশপের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন।
জেলা স্কাউটস কমিশনার স্কাউটার শরীয়ত উল্যাহর সভাপতিত্বে এবং জেলা স্কাউটস লিডার তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোজাম্মেল হোসেন, ডিআরসি (প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস,কুমিল্লা অঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ স্কাউটার সুরুজ উদ্দিন,এলটি, বাংলাদেশ স্কাউটস, স্কাউটার মনির উদ্দিন,এলটি,বাংলাদেশ স্কাউটস,স্কাউটার ফরিদ হোসেন,সহ সভাপতি জেলা স্কাউটস,নোয়াখালী, স্কাউটার হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ, জেলা স্কাউটস, নোয়াখালী,স্কাউটার আবদুর রহিম,কাব লিডার, জেলা স্কাউটস,নোয়াখালী, সহ প্রমুখ।
উক্ত ওয়ার্কশপে আগামী ১ বছর জেলার ৯ টি উপজেলার সম্ভাব্য প্রশিক্ষণ ও প্রোগ্রাম সমূহ উপজেলা স্কাউটস নের্তৃবৃন্দ নির্ধারণ করেন।
নোয়াখালী জেলার স্কাউটস কার্যক্রম এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করে উপস্থিত জেলা স্কাউটস ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আয়োজিত দিনব্যাপী এ মাল্টিপারপাস ওয়ার্কশপের সভাপতি স্কাউটার শরীয়ত উল্যাহ সমাপনী বক্তব্য রাখেন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউটস ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে মাল্টিপারপাস ওয়ার্কশপ’২২ সম্পন্ন হয়।