নড়াইল
লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর ব্রিজ হতে দোয়া মল্লিকপুর মধ্যপাড়া পর্যন্ত রাস্তার কাজে অনিয়ম করাই সাংবাদিকরা সেটা তুলে ধরার চেষ্টা করলে । ওই রাস্তার ঠিকাদার লোহাগড়া পৌরসভার জয়পুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল ০১৭১৬৪৪৭৯২২ এই নাম্বার এবং দিঘলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওহিদ সদ্দার ০১৭১৮৭০০৮৮৫ এই নাম্বার দিয়ে সাংবাদিক নয়নের ০১৬২৮৭৭৭৩২১ নাম্বারে ফোন দিয়ে কেন লোহাগড়া দোয়া মল্লিকপুর রাস্তার কাজে অনিয়ম ফেসবুকে পোস্ট করল। এজন্য তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন।
উপজেলার দোয়া মল্লিকপুর রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পেয়ে লোহাগড়া প্রেসক্লাবের ৪ জন সাংবাদিক বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকালে সরোজমিনে গেলে স্থানীয় লোকজন এবং জনপ্রতিনিধি অভিযোগ করে বলেন, প্রথমে ইটের খোয়া ফেলানোর সময় এই আধাপোড়া ইট দিয়ে রাস্তার কাজ করা যাবে না । কিন্তু তাদের কথা না শুনে তারা তাদের কাজ চালিয়ে যায়। আধাপোড়া ইটের দিয়ে ধোলা দিয়ে তার পাশে কোনো রকম হেজিং বসিয়ে তারা তাদের কাজ চালিয়ে যায়। এ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দূরত্ব যেন ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানান।
এ বিষয়ে নড়াইলের এক্সচেঞ্জ এর সাথে কথা বললে তিনি বলেন, এবিষয়টি লোহাগড়া থানা ইঞ্জিনিয়ারকে দেখতে বলছি, এ বিষয়ে প্রথমদিন সাংবাদিকরা থানা ইঞ্জিনিয়ার অভিজিৎ কে একাধিক বার ফোন দিয়েও পাননি।পরের দিন শুক্রবার সন্ধ্যার সময় ফোন দিয়ে পেলে রাস্তার সিডিউল বিষয় জানতে চাইলে শুধু মাত্র ৪৩ লক্ষ টাকা কাজ এতোটুকুই বলতে পারেন তিনি।
উপরোক্ত বিষয়টি ঠিকাদার লোহাগড়া পৌরসভার জয়পুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দাস ভুন্ডুল সাথে ফোনে কথা হলে টাকা নিয়ে নিউজটি না করতে সাংবাদিকদের নিষেধ করেন।
তার কথা না শুনে সাংবাদিক দৈনিক গণতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নয়ন শেখ তার ফেসবুক আইডিতে লোহাগড়া দোয়া মল্লিকপুর রাস্তার কাজে অনিয়মের অভিযোগ লিকে একটি পোস্ট করলে তার ৩ ঘন্টা পর ঠিকাদার বিশ্বনাথ দাস ভুন্ডুল এবং দিঘলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওহিদ সদ্দার সাংবাদিক নয়নের মুঠো ফোনে ফোন দিয়ে তাকে হুমকি প্রদান করেন।