কুষ্টিয়া জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকাল ৩ টার সময় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা জাতীয় পার্টি (এরশাদ)এর কার্যালয়ে থেকে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার ফারুক আহমেদ এবং মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামিম মন্ডলের সার্বিক পরিচালনায় এ র্যালীটি অনুষ্ঠিত হয়। র্যালীটি মিরপুর পশু হাট চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে হয়ে (পুরাতন বাজার বাসষ্ট্যান্ড্য) সাবেক ঈগল চত্বর বাজারে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভার সভাপতিত্বে করেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি পোড়াদহের বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার ফারুক আহমেদ এবং মিরপুর উপজেলা জাতীয় পার্টির বিল্পবী সাধারণ সম্পাদক শামিম মন্ডলের সার্বিক পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মিরপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনিসুজ্জামান বাস্তব। পোড়াদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি লিয়াকত আলী, ধুবইল ইউনিয়ন জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি মিজানুর রহমান ইদবার, মিরপুর উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শফিকুল ইসলাম বাকী প্রমুখ। এ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।