কক্সবাজার পুরাতন শহীদ মিনারে আলোক প্রজ্বলন এর মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
স্মরণ করে বক্তারা বলেন ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস একত্রে মিলিত হয়ে পরিকল্পত ভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে হানাদার পাকিস্তানী বাহিনী। বাঙালির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ঘটে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ। তারা বেছে বেছে অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে।
উক্ত প্রগ্রামে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা ও বাপা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব কলিম উল্লাহ কলিম,গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার সহ-সমন্বয়ক শাহেদুল ইসলাম সায়েদ। আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস পেকুয়া উপজেলা শাখার আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, মহেশখালী উপজেলা শাখার আহ্বায়ক তানবীরুল আলম তাসিব,সদস্য সাদেক,বেলাল, মাজহারুল, আরাফাত, সাব্বির, সাকিব, রায়হান, তাসিব,মার্শাল, সহ অন্যান্য সবুজ যোদ্ধারা।